বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা জেহালা গড়গড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম তৌহিদের ইন্তেকাল। রাষ্ট্রিয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা সাড়ে ৪ টার দিকে মুন্সিগঞ্জ স্কুল মাঠে রাষ্ট্রিয় মার্যাদায় গার্ড-অব অনার প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস সহ চুয়াডাঙ্গা পুলিশ লাইন থেকে আগত একটি চৌকশ পুলিশ দল। জানাগেছে,বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম তৌহিদ ১৯৭১ সালে যুবক বয়সে বঙ্গবন্ধুর নির্দেশে অন্যদের মত সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে যান।ট্রেনিং শেষে দেশে প্রবেশ করে জীবন বাজী রেখে পাকিস্থানী সৈন্যের সাথে যুদ্ধে অংশ নেন।দেশ স্বাধীন হবার পর নিজ নিজ কাজে ফিরে যান। বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম তৌহিদ সামাজিক কাজ করতেন। গত বেশ কিছু দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় ভুগছিলেন।সম্প্রতি তার শাররিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করতে চেয়েছিলেন। গতকাল সকাল ১০ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যকালে স্ত্রী,২ছেলে,১ মেয়ে, আত্মিয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে,তাকে এক নজর দেখতে ছুটে আসে তার সহকর্মি মুক্তিযোদ্ধা সহ গ্রামের লোকজন।উলে¬খ্য বীর মুক্তিযোদ্ধা তৌহিদ খন্দকার গড়গড়ি গ্রামের মৃত তক্কেল খন্দকারের ছেলে। গতকাল তার জানাজায় অংশ নেন আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস,বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার,বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ,মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ইউপি চেয়ারম্যান শিলন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান,সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার,সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ। জানাজা শেষে মুন্সিগঞ্জ কবর স্থানে রাষ্টিয় মার্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply