কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ভেড়ামারা বার মাইল তাসিন হোটেলের সামনে থেকে ৭০ বতোল ফেন্সিডিলসহ এক জন প্রেফতার করেছে। পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি ইনচার্জ ও মোঃ মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে, এসআই (নিঃ)/মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা সাকিনস্থ ত্রিমোহনী বাইপাস গোল চত্তর এর পশ্চিম পার্শ্বে ভেড়ামারা গামী পাকা রাস্তার পাশে তাসিন হোটেল এর সামনে থেকে আসামী ১। মোঃ জাহিদ মন্ডল (৪৫), পিতা-মৃত সামছুল মন্ডল@মোংলা মাতা-মোছাঃ রাবেয়া খাতুন সাং-দক্ষিণ বোয়ালিয়া (বোয়ালিয়া ইউনিয়ন) থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীর হেফাজত হইতে ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।
Leave a Reply