ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর শ্রদ্ধার সাথে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ভাষা শহীদদের স্মরণে রাত ১২.০১ মিনিটে ভেড়ামারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তাপক অর্পণ করেন।
ভেড়ামারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এমপি কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এ সময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠনের পাশাপাশি ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলামের নেতৃত্বে এক ঝাঁক তরুণ সাংবাদিক শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মচারী- কর্মকর্তা।
Leave a Reply