ওলি ইসলাম ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেল চার টার সময় কুষ্টিয়া গোলাপ নগর মুকুল ক্লাব সংলগ্ন মাঠে কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য , মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিনকে সংবর্ধনা প্রধান উপলক্ষে এক চমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এমপি কামারুল আরেফিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বিশেষ অতিথির আসন অলংকৃত করেন। মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি কে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
Leave a Reply