কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্টিত, আল্টিমেটাম
কাগজ প্রতিবেদক ॥ চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক, কুষ্টিয়া টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিশেন (জাহিদ-শরিফ) অংশের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরিফ উদ্দিন বিশ^াস ও ক্যামেরাপার্সন এস আই সুমন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি আহসান হাবিব বিদ্যুত’র উপর সংবাদ সংগ্রহকালে দৌলতপুরে ন্যাক্কার জনকভাবে হামলার ঘটনায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে এক তাৎক্ষণিক প্রতিবাস সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম দুলালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি হাসান আলী, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ক্রীড়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য সাইদুল বারী টুটুল, নজরুল ইসলাম, দৈনিক দর্পনের স্টাফ রিপোর্টার আসলাম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে দায়ী করে বলেন, বার বার গণমাধ্যম কর্মিদের উপর হামলার ঘটনা ঘটছে। মামলা হচ্ছে তারপরও কোন সুরহা হচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক অবিলম্বে ঘটনার সাথে যুক্ত আসামীদের গ্রেফতারপুর্বক উপযুক্ত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, কোন ভাবেই দাখিলকৃত এজাহারে মনগড়া, কল্পনাপ্রসুত ঘটনার বর্হিপ্রকাশ না ঘটিয়ে স্বাক্ষী ও চিকিৎসাপত্র অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় আসামীদের উপযুক্ত দন্ডবিধিতে এনে গ্রেফতারপুর্বক আদালতে বিচারের জন্য প্রেরণ করা না হলে বৃহত্তর আন্দোলনসহ আল্টিমেটামের ঘোষণা দেন।
Leave a Reply