কাগজ প্রতিবেদক ॥ কুমারখালী উপজেলার নগর সাঁওতায় কালিগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ চত্বরে বার্ষিক ক্রীড়া, নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালের দিকে কালিগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদ-উজ-জামান সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজু, কুমারখালী শাখার যুবলীগের আহবায়ক মনির হাসান রিন্টু।
অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। এ সময় অতিথিদের সামনে বিভিন্ন দেশাত্মবোধক গানের ডিসপ্লের মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে নবীণদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানানো ও ভাল ভাবে পড়াশুনায় মনযোগী হবার আহ্বান জানানো হয়। এছাড়া পড়াশুনা নিজের মধ্যে, হাজার হাজার টাকা খরচ করে কিন্তু পড়াশুনা হয় না। এখন একটু কষ্ট করলে ভবিষ্যৎ ভাল হবে। আজকের তোমরা হবে জেলার অন্যান্য স্কুলের জন্য প্রতিকৃত। তোমাদের দেখে অন্যান্যরা শিখবে বলে মন্তব্য করেন অতিথিরা। পবিত্র কোরআন তেলওয়াত গীতা পাঠের মধ্যে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি এবং বিদায় পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অতিথিরা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন। পরে দোয়া পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply