বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা কলেজপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ২টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে, কলেজপাড়া জুনিয়র একাদশ এর আয়োজনে কলেজপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: আব্দুর রাকিব মহোদয় ব্যাটিং করার মাধ্যমে টুর্নামেন্টটি উদ্বোধন করেন। এ সময় কলেজে সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, ড: মাহাবুবু রহমান, তাপস রশিদ, অত্র কলেজের শারীরিক শিক্ষক ও ক্রীড়া সংগঠক সাঈদ এম হিরন উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে আলমডাঙ্গা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্পনসর করেছে। নোকেয়া সার্ভিস সেন্টার, আরজ ফুড, রবি ফার্মেসি, মোল্লা ফার্মেসি, রাসমণি জুয়েলারস, সৌখিন কসমেটিকস, অধিকারী মিষ্টান্ন ভান্ডার, এস, এইচ কালেকশন, গ্রামীণ জুয়েলার্স, ভাই ভাই মোবাইল, বিদুৎ বিতান, ফুড গার্ডেন, মিঠাই মেলা, নান্না বিরানি, মন্ডল স্পোর্টস, মা টেলিকম, রান্না ঘর, ০৩ ংঢ়ড়ৎঃং, রাজধানী ফুড, সানমুন টেলিকম, ছানোয়ার ইলেকট্রনিকস, সুমন টেলিকম, শান্ত ডেকোরেশন, আর এস স্পোর্টস পয়েন্ট, ডিজাইন সলিউশন, সোহাগ ফুলঘর, রুবেল টেলিকম জন্নাত ইলেকট্রনিকস ও সানমুন ভিডিও।
Leave a Reply