মিরপুর প্রতিনিধি॥ হযরত শাহ সূফী মোহাম্মদ মুনছুর আল চিশতি নেজামি (উদিবাড়ী)্ও উ্েদ্যাগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিযনের পুরাতন খাড়ারা ৩ দিন ব্যাপী ঔরশ মোবারক শেষ হয়েছে। ১০-০২-২০২৪-১২-০২-১০১৪ শনিবার সন্ধা থেকে সোমবার রাতে শেষ য় ঔরশ মোবারক ও মাহফিল। উক্ত ঔরশ মোবারকের শেশের দিনের উদ্ধোধন করেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, বিশেষ অতিথি ছিলেন ১ নং ওয়ার্ড মেম্বর ছানোয়ার হোসেন সানো,শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি ইউনিছ আলী, সেক্রেটারী এনামূল হক, কোষাধ্যক্ষ সাবেক মেম্বর আনজুমান আরা, প্রচার সম্পাদক ফকু মন্ডল,দপ্তর সম্পাদক মোস্তফা মন্ডল, সদস্য আবুল হোসেন প্রমুখ। নারীদের সার্বিক ত্বতাবধায়নে ছিলেন মহিলা সদস্যাদের মধ্যে প্রয়াতের ৪ কন্যা মোছা ঃ মমতাজ বেগম, মোছাঃ আনজুমান আরা, মোছাঃ তাসলিমা খাতুন, মোছাঃ শাহানাজ খাতুন, ঔরশ মোবারকের সার্বিক আয়োজনে ছিলেন কমিটির সভাপতি জিয়াউর রহমান, এমরান হোসেন। তিন দিন ব্যাপী ঔরশ মোবারক ও ওয়াজ মাহফিল। এ অনুষ্ঠানে মাজভান্ডারী তরিকত এর আশেকানবৃন্দ সর্বক্ষনিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৫ সালে এহ যগৎ ত্যাগ করেন, সে বছর থেকেই চলে আসছে এই ঔরশ মোবারক।
Leave a Reply