মিরপুর প্রতিনিধি ॥ হযরত শাহ সূফী মোহাম্মদ মুনছুর আল চিশতি নেজামি (উদিবাড়ী)্ও উ্েদ্যাগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রহলবাড়ীয়া ইউনিযনের পুরাতন খাড়ারা ৩ দিন ব্যাপী ঔরশ মোবারক শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধা থেকে সোমবার রাতে শেষ হবে ঔরশ। উক্ত ঔরশ মোবারকের উদ্ধোধন করেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, বিশেষ অতিথি ছিলেন ১ নং ওয়ার্ড মেম্বর ছানোয়ার হোসেন সানো,শফিকুল ইসলাম। এ সময় উপ¯ি’ত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি ইউনিস আলী, সেক্রেটারী এনামূল হক, কোষাধ্যক্ষ সাবেক মেম্বর আনজুমান আরা, প্রচার সম্পাদক ফকু মন্ডল,দপ্তর সম্পাদক মোস্তফা মন্ডল, সদস্য আবুল হোসেন প্রমুখ। নারীদের সার্বিক ত্বতাবধায়নে আছেন মহিলা সদস্যাদের মধ্যে প্রয়াতের ৪ কন্যা মোছা ঃ মমতাজ বেগম, মোছাঃ আনজুমান আরা, মোছাঃ তাসলিমা খাতুন, মোছাঃ শাহানাজ খাতুন, ঔরশ মোবারকের সার্বিক আয়োজনে ছিলেন কমিটির সভাপতি জিয়াউর রহমান, এমরান হোসেন। তিন দিন ব্যাপী ঔরশ মোবারকের প্রতিদিন চলবে মাজভান্ডারী তরিকতের আশেকানবৃন্দ। উল্লেখ্য ১৯৮৫ সালে এহ যগৎ ছেড়ে পরলোগমন করেন, সে বছর থেকেই চলে আসছে এই ঔরশ মোবারক এর কার্য্যক্রম।
Leave a Reply