কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহুরুলের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন কলেজের ২৫ জন শিক্ষক। গত ৫ ই জানুয়ারি একই কলেজের ২৫ জন শিক্ষক স্বাক্ষরিত অনাস্থা পত্র মিরপুর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন শিক্ষকেরা। দায়িত্বভার গ্রহণের পর থেকে এই অধ্যক্ষের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযেগ এনে অনাস্থা দেন শিক্ষকেরা।
অনাস্থাপত্রে শিক্ষকরা উল্লেখ করেছেন ইতিপূর্বে আয়- ব্যয় এর হিসাব পরিচালনার জন্য অধ্যক্ষ ও কলেজের ২ জন সহকারী সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটি হিসাব পরিচালিত হতো। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহনের পর ওই হিসাব বন্ধ করে নিজের নামে ব্যাক্তিগত হিসাব খুলে কলেজের আয়-ব্যায় এর হিসাব পরিচালনা করছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম সাম্প্রতিক কলেজে ৯ টি পদে ৯ টা কর্মচারী নিয়োগ দিয়ে ৮০/৯০ লক্ষ টাকা অনুদান নিয়েছে বলে শোনা যায়। এই টাকা দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছেমতো কলেজে একটি বিল্ডিং নির্মাণ করছেন, যার নির্মাণ ব্যয় ও কাজের মান নির্নয় তদারকি জন্য কোন কমিটি নেই। নিজের ইচ্ছে মতো একক তদারকিতে চালিয়ে আসছিলেন ওই ভবনের নির্মাণ কাজ। বর্তমান ভবনটির আংশিক কাজ হওয়ার পরই ফান্ডের সব টাকা শেষ হয়ে গেছে বলে জানিয়ে বন্ধ করা হয়েছে নির্মাণ কাজ। এছাড়া প্রতি বছর শিক্ষার্থীদের ভর্তি ও বেতন ফিস বাবদ ৮/১০ লক্ষ টাকা আয় হয়। এই টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছে মতো ব্যায় করেন।যা শিক্ষক বা পরিচালনা কমিটিকে জানানো হয় না।
সরকার প্রতিবছর উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বেতন বাবদ শিক্ষক/কর্মচারীদের জন্য যে বেতন প্রদান করেন,সেই বেতনের টাকা ও শিক্ষকদের না দিয়ে অধ্যক্ষ নিজে উত্তোলন করে ব্যাক্তিগত ভাবে ভোগ করেন। শিক্ষকেরা উল্লেখ করেছেন কলেজের সীমানা প্রাচীরের মধ্যে একটি কেজি স্কুল ও দোকান ভাড়া দিয়ে যে অর্থ আয় হয় তার কোন হিসাব না দিয়ে নিজেই তা ভোগ করেন।এছাড়া তার অনুগত কলেজের একজন শিক্ষককে দিয়ে এ্যাডমিট কার্ড,প্রশংসাপত্র,উপবৃত্তি ফরম,সার্টিফিকেট, বাবদ প্রতি বছর দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করে, সে টাকাও তিনি নিজে ভোগ করেন।কলেজের নিজস্ব পুকুর আছে যা পূর্বে লিক দেওয়া হতো বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই মাছ চাষ করেন ব্যক্তিগতভাবে কেনাবেচা করেন পুকুরের আয় ব্যায়ের কোন হিসাব জানা যায় না। অত্র কলেজে একটি শিক্ষক কল্যাণ তহবিল ছিল,যার ফান্ড পরীক্ষার ফিস সহ অন্যান্য আয় হতে ১৫%কর্তন করে তৈরি করা হয়েছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষকদের বাধ্য করে সেই ফান্ড হতে পর্যায়ক্রমে প্রায় ৯২০০০(বিরানব্বই হাজার) টাকা ধার করে অদ্যবধি পরিশোধ করেন নাই।উপরস্থ একজন অনুগত শিক্ষকের সহযোগিতায় পরিক্ষার ফিসের ১৫% কর্তন করে নিজেই ভোগ করছেন।
অত্র কলেজের পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি ও পরিক্ষা কমিটি নিজের ইচ্ছামত নিজেই বেছে নেন,যাতে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে তার অসুবিধা না হয়, তিনি শিক্ষকদের মতের কোন মূল্যায়ন করেন না।
উল্লেখ্য সরকারের বিধি মোতাবেক কোন চাকুরী জীবির বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা আদালতে গৃহীত হলে তাকে বিচার কার্য চলাকালীন সময় পর্যন্ত তাকে ওই চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়, এবং তাকে অর্ধ বেতন প্রদান করা হয়। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বরত গার্ড কে মারধর ও সরকারি সম্পদ তসরূপের জন্য পোড়াদহ রেলওয়ে থানায় ১৪৩/১৪৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোর্ট ১৮০৭ তৎসহ ১২৭ ধারায় প্রধান আসামী করে ১৮/০২/২০২৩ ইং তারিখে মামলা নং ০৪ রুজু করা হয়েছে। তারপরেও কোন অদৃশ্য শক্তির বলে তিনি স্ব পদে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন ও সম্পূর্ণ বেতন ভোগ করে যাচ্ছেন। অথচ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই অত্র কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক জোমারত আলী এর বিরুদ্ধে আলোতে ফৌজদারি মামলা হলে তাকে সাসপেন্ড করে অর্ধ বেতন প্রদান করতেন।
উপরোক্ত বিষয়গুলি অব্যাহত থাকাই শিক্ষক-কর্মচারীদের মধ্যে যথেষ্ট অসন্তোষ বিরাজ করছে। ফলে কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিধায় হতে আপাতত উত্তরণের জন্য অর্থ কমিটি, অভ্যন্তরীন অডিট কমিটি, ক্রয় কমিটি, সার্বিক আইনশৃঙ্খলা ও স্ব স্ব দায়িত্ব পালন মনিটরিং কমিটি, গঠন করে তাদের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
উল্লেখিত বিষয়গুলি সুবিবেচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসারের সদয় মর্জি কামনা করেছেন তারা।
সংশ্লিষ্ট বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার নিকট হালসা আদর্শ ডিগ্রি কলেজের অনেকগুলো পেপার এসেছে, তবে অন্যান্য কাজের চাপে আমি এখনো পেপারগুলো দেখি নাই যদি তার ভিতরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থাপত্র থাকে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply