ঢাকা অফিস ।। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে তারা খেলতে নেমেছিল। অবস্থা এমন ছিল যে টাইব্রেকার নামক স্নায়ু পরীক্ষাতে ১১টি শটে ফল নির্ধারণ হয়নি। হঠাৎ সাডেন ডেথ বন্ধ করে টস নামক ভাগ্য পরীক্ষায় কপাল পুড়ে বাংলাদেশের। স্বাগতিকদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ভারতের বলে ঘোষণা করেন ম্যাচ কমিশনার শ্রীলঙ্কার ডি সিলভা ডিলান। তার পরেই শুরু হয় উত্তেজনা!
টসের পর প্রতিবাদ জানায় বাংলাদেশ। কারণ নিয়ম অনুযায়ী এমনটা হওয়ার কথা ছিল না। ফলে একটু পর ম্যাচ কমিশনার নিজের ভুল বুঝতে পেরে আবারও টাইব্রেকার শুরু করতে বলেন। কিন্তু এবার ভারত বেঁকে বসে। প্রতিবাদ জানিয়ে তারা মাঠ ছেড়ে চলে যায়। সর্বশেষ অবস্থায় ম্যাচ কমিশনার ৩০ মিনিট অপেক্ষা করার কথা বলেছেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন।








Leave a Reply