মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আজ ৮ ফেব্রুয়ারী তণু’র শুভ জন্মদিন। “তণু”এই দিনে চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা পৌরসভার বিশিষ্ট পুরাতন পাইকারী মুদি ব্যবসায়ী,আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও কুষ্টিযার কাগজ পত্রিকার নিয়মিত পাঠক বিজেস কুমার রামেকার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করে। তার জন্মের পরে, তার মাতৃবিয়োগ ঘটে। এতগুলো বছর মাতৃ স্নেহ, মমতা ও ভালোবাসা ছাড়াই শুধুমাত্র পিতৃ স্নেহ ভালোবাসা নিয়ে এতো গুলো বছর পাড়ি দিয়েছে। আজ তণু মায়ের ১৪ তম জন্মদিন। এদিকে তণু’র জন্মদিন উপলক্ষে তার শিক্ষক শিক্ষিকা, সহপাঠি, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তণু বলেন, জীবন থেকে হারিয়ে গেলো আরও একটি বছর। জানিনা, চলতে চলতে এ যাত্রার সমাপ্তি কোথায় গিয়ে হয়। তবে, যেখানেই শেষ হোক না কেনো আগামীর মুহুর্তগুরো যেনো সুখকর হয়। তণু আরও বলেন, জ্ঞান হওয়ার পর বুঝতে পারলাম এবং অনুভব করলাম, সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এটি যে, সবার “মা” আছে। কিন্তু আমার মা’কে সৃষ্টিকর্তা আগেই নিয়ে গেছে। আঘাত, মানসিক-পারিবারিক-সামাজিক চাপ, ব্যস্ততা, অসুস্থতা সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বছর ছিলো এটি। বছরটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যদিও, শিখেছি বাস্তবতা। পরবর্তীতে আমার কাছের এবং দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। সবার প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জন্মদিন মানেই তো জীবন থেকে এক বছর হারিয়ে যাওয়া। তণু সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন। তার এই জন্মদিনে কুষ্টিয়ার কাগজ পত্রিকা ও দূর্নীতি দমন কমিটি পরিবারের পক্ষ থেকে রইলো জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
Leave a Reply