মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়পুর-লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ ম (ষ্ঠ) শ্রেণীর শিক্ষার্থীদের বরন করেন এবং সাংস্কুতিক অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারী-২০২৪ বুধবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিথলিয়া ইউপি মেম্বর হামিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালিন কমান্ডার আফতাব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জিহাদ আলী, পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্য্লায় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলাম, সমাজ সেবক আহাদ আলী খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্পব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হামিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইজাজুল হকসহ সকল শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য/সদস্যাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সহকরী মনিরুজ্জামার খান। এ সময় পরীক্ষার্থীদের উদ্দের্শ্যে প্রায় সকল শিক্ষক উপদেশ মূলক বক্তব্য প্রদান এবং গত বছরের ২ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করেন। নিশি- ০৭-০২-২০২৪
Leave a Reply