কুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর কলেজিয়েট স্কুলে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনু্ষ্িঠত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের সবুজ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। মধুপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতি এসময় বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা ও সাবেক চেয়ারম্যান জামাল সরকার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুর রউফ বলেছেন, পড়াশোনা কোনো পণ্য নয়। শিক্ষক নিয়োগে যোগ্যদের মূল্যায়ন করতে হবে। তাহলে ভাল শিক্ষক পাবে শিক্ষার্থীরা। শিক্ষার মানোন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষাসহ সকল ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান চোখে দেখতে হবে। নারী ও পুরুষ ভেদাভেদ করা যাবেনা।
Leave a Reply