1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 10:45 am

খোকসা বাসীর স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত সময় Monday, February 5, 2024
  • 67 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥  আগামীতে জনসংখ্যা আরো বাড়বে। বাড়বে মানুষের জীবন – মানের ব্যয়। সেজন্য ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধ চলমান রাখতে শিল্প, কল, কারখানা গড়ে তুলতে হবে। শিল্প বিপ্লব ঘটাতে হবে – বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সদ্য অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার খোকসাতে গড়াই নদীর উপর ২৭৮ কোটি টাকা ব্যয়ে ৯৪০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে পৌরসভার কালিবাড়ি মন্দির মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটি সেতু শুধু একটি প্রতীকী নয়, একটি এলাকার উন্নয়নের কানেকটিভিটি। সেতু চালু হলে খোকসা অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের উন্নয়ন হবে। সড়কের দুপাশে গড়ে উঠবে শিল্প কারখানা। সেখানে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত একজন বিনয়ী মানুষ। তাঁর চিন্তা ভাবনায় সবকিছুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ভাসে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করেছে চলেছেন। সেতু নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে প্রকৌশলীসসহ সকলকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি। জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও ইরুফা সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640