মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গার সমাজ সেবা অফিসের ইউনিয়ন মাঠ কর্মী শহিদুল ইসলামের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর অনুপস্থিতিতে জাল (ভুয়া) খোলা তালাক ও প্রতারণার অভিযোগ তুলে রহিমা খাতুন নামের এক নারী মামলা দায়ের করেছে। গত রবিবার চুয়াডাঙ্গার বিজ্ঞ আমলী আদালতে ওই নারী তার স্বামী শহিদুল ইসলাম ও কাজী আব্দুস সালামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া মামলায় তার দুই ছেলে সাদিক ও লিটন হাসানের নামেও ভুয়া তালাকে সাহায্য করে অর্থ লেনদেনের অভিযোগ করেছেন। সূত্রে জানাযায়, উপজেলার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের মৃত ছলেমান বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম (৫৩)। গত ৭ বছর আগে একই ইউনিয়নের ঘোষবিলা গ্রামের সদর উদ্দীনের স্ত্রী রহিমা খাতুনের সাথে অবৈধভাবে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। তারা দুজন আলমডাঙ্গায় বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে সম্পর্কে লিপ্ত থাকেন। এরই একপর্যায়ে শহিদুল ও রহিমার অপকর্ম রহিমার পরিবার জানতে পারলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। রহিমা পরিবার ত্যাগ করে প্রায় ১০ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চলে আসে। ওই টাকা স্থানীয় ব্যাংকে ডিপোজিট করে রাখেন। রহিমার সরলতার সুযোগ নিয়ে শহিদুল ২০২০ সালে কলেজপাড়ার এক কাজীর নিকট থেকে তার আগের স্বামী সদরউদ্দীনকে ভুয়া ডিভোর্স করান। ওই কাজীর বাড়ি কুষ্টিয়ার কুমারখালি এলাকায়। রহিমাকে ২০২০ সালে ডিভোর্স করালেও তার আগেই কাজী ২০১৭ সালে মারা গেছে। তারপর ওই বছরেই পৌর এলাকার এটিম মাঠ এলাকার ওমর কাজীর নিকট থেকে শহিদুল তার কোন স্ত্রী নেই, এমন তথ্য গোপন করে রহিমাকে ১০ লাখ টাকার দেনমোহরে তিনি বিবাহ করেন। মামলা সূত্রে জানাযায়, রহিমার স্বামী শহিদুল ইসলাম ও স্থানীয় কাজী আব্দুস সালামের যোগসাজশে ৫ লাখ ২০ হাজার টাকাই খোলা তালাক করেছে। ভুয়া তালাকের ওই দিন রহিমা খাতুন ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চাকুরী সুবাদে তিনি সেখানেই কর্মরত ছিলেন। ওই তালাকে সাক্ষী হিসেবে উপস্থিত ছিল নওদা দুর্গাপুর গ্রামের তাইজালের ছেলে আনারুল ইসলাম (৩৩), দুর্লভপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে আবু তাহের (৪৭) ও ওসমানপুর গ্রামের স্কুল শিক্ষক মকছেদ আলীর ছেলে সামসুল হুদা (৪০)। এছাড়া ভুয়া তালাকে রহিমা উপস্থিত না থাকলেও পর্দাশিন একজন মহিলাকে সাদিক ও লিটন তার মা পরিচয়ে ভুয়া সাক্ষর করে ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী রহিমা খাতুন জানান, শহিদুল তার আতœীয়সহ আমার দু’ছেলে মাধ্যমে সই জালিয়াতি করেছে। ডিভোর্সের ওই দিন আমি ঢাকায় উপস্থিত ছিলাম এবং ডিজিটাল হাজিরাও আমার হেফাজতে রয়েছে। আমি যদি চাকুরিতে থাকি তবে শহিদুলে সাথে কিভাবে খোলা তালাকে অংশ নিলাম। এবিষয়ে আলমডাঙ্গা সমাজ সেবা অফিসের ইউনিয়ন মাঠ কর্মী শহিদুলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুসাইনের সাথে মামলার বিষয়ে কথা হলে তিনি জানান, শহিদুল তার স্ত্রীকে জালিয়াতি করে ডিভোর্স দিয়েছে, এটা তার ব্যাক্তিগত ইস্যু। তবে- নারী কেলেঙ্কারি অবশ্যই লজ্জাজনক ঘটনা। যদি শহিদুলের বিরুদ্ধে আনা অভিযোগে যদি সাজা হয়, তবে সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply