মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কোয়েল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার সময় দর্শনাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনাটি ঘটে। নিগত ব্যক্তি মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড নওপাড়া গ্রামের মনো হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, কোয়েল মিরপুর বাজার সংলগ্ন রেল লাইন পার হতে ছিল। এমন সময় উভয় দিকে থেকে দুটি ট্রেন এসে পড়ে। অবস্থা বেগতিক দেখে দ্রুত রেল লাইন পার হতে গেলে মৈত্রী এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই কোয়েল মারা যায়। পরবর্তীতে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
Leave a Reply