ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে অনুষদ ভবনের ৪২৭ নম্বর হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও প্রয়াত শিক্ষক ড. নেছার উদ্দিন আহমদ এর জ্যেষ্ঠপুত্র চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক (আইন) মাসউদ আহমদ। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শোকসভা পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। বক্তব্য রাখেন ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, দা’ওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, প্রফেসর ড. মুহাম্মদ সোলয়মান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ আবদুল্লাহ ও শিক্ষার্থী তানভির আহম্মেদ পাভেল। সভা সঞ্চালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুল হাসান ও প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ ১৯৯১ সালে আরবী ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি প্রায় সাড়ে ২৭ বছর চাকুরী শেষে ২০১৯ সালে অবসরে যান। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শোকসভায় বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply