খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে বাড়ির সম্পত্তির ভাগাভাগি নিয়ে উভয় গ্রুপের দেশীয় অস্ত্রশস্ত্র গোলমালে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮ টার সময় উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে। আহতরা হলেন ইব্রাহিম পরামানিক (৭০) ফরহাদ হোসেন (৩৪) অলোকা নাজনিন( ২৯) আব্দুল আজিজ খান( ৩৭) আইয়ুব আলী( ৫৮) নায়েব আলী খান (৩৪) ও হারেজ প্রামানিক (৬৬)। এদের মধ্যে আইয়ুব আলী খান ও ইব্রাহিম পরামানিক দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা গুরুতর। আহত ফরহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে কুষ্টিয়া কোর্টে মামলা প্রক্রিয়া দিন ছিল। মামলাটি নিষ্পত্তি হইয়া আমাদের পক্ষে রায় আসে। তবে রায়টি না মানতে রাগ নারাজ। আজ সকালে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে ও জোরপূর্বক জমি দখল করতে আসে। তখন আমরা বাধা দিলে আমাদের উপর মারধোর করে। এ বিষয়ে মামলা করবেন বলে তিনি জানিয়েছেন । খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ভর্তি করা হয়েছে।
Leave a Reply