মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা মাঝের পাড়ায় সরকারি চাকুরির প্রেলোভনে সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন এনজিও ও আত্মীয়দের কাছে থেকে ধার করা টাকা চাইতে গেলে অশোভন আচরণে দিশেহারা দরিদ্র ঘোড়া গাড়ির গাড়োয়ানের হৃদরোগে মৃত্যু হয়েছে পরিবারের লোকজনের অভিযোগ।
জানা গেছে, জেহালা গ্রামের মাঝের পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহাত উল ইসলাম রনি, সরকারি চাকুরি দেবার কথা বলে জেহালা গ্রামের খন্দকার এহিয়ার ছেলে কোয়েল আলীকে একই গ্রামের আক্কাচ আলীর ছেলে শান্তর মাধ্যমে নগত ২ লাখ ও ব্যাংকের মাধ্যমে আরো দেড় লাখ টাকা প্রদান করে। গত ১ জানুয়ারী ২০২৪ ই তারিখে রাহাত উল ইসলাম রনিকে ঢাকায় নিয়ে গিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্টিবিউটিশন কোম্পানী লিমিডেট এ পাইপ লাইন পাহারাদার পদে (ওএসওডি দক্ষিন) চাকুরি দেয়। রনি কাংখিত চাকুরি না পেয়ে বাড়িতে ফিরে আসে। চাকুরির জন্য দেওয়া চাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন তালবাহানা শুরু করে।
এ ব্যপারে চাকুরি প্রার্থী রাহাত উল ইসলাম রনি অভিযোগ করে বলেন, আমার পিতা পেশায় ঘোড়া গাড়ি চালক। ঘোড়া গাড়ি করে ভাড়া বয়ে আমাদের সংসার চালাতো। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সরকারি চাকুরির আসায় আমার পিতা শহিদুল ইসলাম বিভিন্ন এনজিও, নিকট আত্মীয় স্বজন ও চড়া সুদে ঋণ নেয়। গত কয়েকদিন ধরে পাওনাদারেরা আমাদের বাড়িতে ধন্না দিতে থাকে। উপায় না পেয়ে গতকাল বেলা ১১টার দিকে অঘোরনাথ মোড়ে শান্তর কাছে পাওনা পাকা চাইতে গেলে বিভিন্ন গালগালাজি ও হুমকি দিতে থাকে। আমার পিতা হুমকি পেয়ে বাড়িতে আসার পথে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যপারে শান্তর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে গ্রাম সূত্রে জানিয়েছে ঘটনাটি আপোষের চেষ্টা চলছে।
Leave a Reply