মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মঞ্চে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। গতকাল সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে কলেজিয়েট স্কুলের উপাধাক্ষ শামীম রেজার সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, সরকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক থানা অফিসার ইনচার্জ গনি মিয়া, ওসি (তদন্ত) একরামুল হোসাইন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, একোডেমিক সুপারভাইজার ইমরুল হক বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, বিআরডিবির প্রজেক্ট অফিসার আব্দুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু, সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, মেলায় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগী অংশগ্রহণ করছে। মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ। এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, তরুণদের উদ্ভাবনে পালটে যাবে দেশ। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে এই মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞানচর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Leave a Reply