দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মামলার আসামি সন্ত্রাসী জাফর ইকবাল মিঠুন (৫৬) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে বাগুয়ান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডাংমড়কা-বাগুয়ান এলাকার একসময়ের ত্রাস ক্রস ফায়ারের আসামি সন্ত্রাসী মিঠুন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের নতুন বাগুয়ান গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সন্ত্রাসী মিঠুন একসময় ওই এলাকার ত্রাস হিসাবে চিহ্নিত ছিল বিভিন্ন অপরাধের একাধিক মামলার আসামি হওয়ার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ও ক্রস ফায়ার এড়াতে এলাকা ছেড়ে সে বিদেশ পাড়ি দেয়। বিদেশ থেকে দেশে ফিরে আবারও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। সন্ত্রাসী মিঠুনকে গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ২০২২ সালে সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনা সহ মিঠুনের নামে একাধিক মামলা রয়েছে। সুনিদিৃষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply