কাগজ প্রতিবেদক ॥ কনকনে শীতের তীব্রতা বেড়েই চলেছে। কুষ্টিয়ায় ৯ ডিগ্রী এবং চুয়াডাঙ্গা জেলায় ৬ ডিগ্রী তাপমাত্রা অনুভুত হওয়ায় দুই জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার ও প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, তীব্র এই শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবদিক বিবেচনা করে মঙ্গলবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
সকালে শহরের বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে দেখা যায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে না জানায় বিদ্যালয়ে এসে বন্ধ দেখে তারা পুনরায় বাড়ি ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। তবে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, খুব শীত পড়ছে। অসুস্থ হয়ে পড়ার ভয় হয়। অনেকে অসুস্থ হয়েছে। এদিকে আমাদের আলমডাঙ্গা ব্যুারো প্রধান বশিরুল আলম জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চের জেলা চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। ইতোমধ্যে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এদিকে, ভোর থেকে ঘন কুয়াশা। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতায় জর্জরিত শিশু ও বৃদ্ধরা। লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজকর্ম কমে যাওয়ায় তাদের দিন কাটছে অভাব-অনটনের ভেতর। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। চলতি মৌসুমে এ স্টেশনে এটি সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরো জানান, এর আগে ২০২০ সালের ২৫ জানুয়ারি এ জেলার তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর ২০১৩ সালের ৯ জানুয়ারি এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৯ ডিগ্রি। তীব্র শীত ও মাঝারি শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার সকল প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে তাপমাত্রা আরো কমার পূর্বাভাস পাওয়ায় খুলনা বিভাগীয় উপ-পরিচালকের নির্দেশে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, তীব্র শীতের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply