ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়া -২ (ভেড়ামারা- মিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন গতকাল সোমবার ২২ শে জানুয়ারি ভেড়ামারা উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সুধী জনের সাথে মতবিনিময় করেন। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অফিসাররা যেন নিজ গতিতে সঠিকভাবে কাজ করেন, এখানে যেন কোনো পেশার দেওয়া না লাগে। আবার অনৈতিকভাবে যেন তাদের চরিত্র হনন করা না হয়।”অফিসারদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি কোন অনৈতিক কাজের সাথে থাকবো না, কোন অনৈতিক কাজ করার কথা আপনাদের বলবো না। আর আপনারাও কোন অনৈতিক কাজ করবেন না। “তিনি আরোও বলেন ‘আমি কাউকে টান্সফার করিনা, আপনি অপরাধ করলে আমি সরাসরি আপনাকে বলব,আপনি অপরাধ করেছেন আপনি চলে যান ।” শিক্ষা খাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। শিক্ষাব্যব¯’ার মর্যাদা সমুন্নত রাখতে এবং শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখতে তিনি দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্বশীলদের সাথে নিজের দূরত্ব কমানোর জন্য নিজেকে ভাই সম্বোধন করতে আহ্বান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুর“ল ইসলাম, উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুর“ল আমিন প্রমুখ। উপ¯ি’ত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ার“ল কবির টুটুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমির“ল ইসলাম মান্নান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের একাংশ ও ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকগণ।
Leave a Reply