কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা বেপরোয়া কিশোরদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে কুমারখালী শহর সংলগ্ন তেবাড়িয়া- যদুবয়রা লালন বাজার সেতু (গড়াই নদের উপর নির্মিত) এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন দুর্গাপুর কাজীপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা এলাকার শহিদুলের ছেলে সবুজ (২৫), বড় মালিয়াট এলাকার খালেক আলীর ছেলে জুয়েল ও তাঁদের সহপাঠী সম্রাট (২৪)। তারা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আরিফুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ বিষয়ে আহত সম্রাট ফোনে জানান, রাতে তাঁরা সেতু এলাকায় চা পান করতে গিয়েছিলেন। সেসময় প্রতিপক্ষের পাপ্পু, তুর্য, রামিম, আলিফসহ অজ্ঞাত আরো ৪- ৫ জন এসে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে আরিফের পেট কেটে ভুড়ি বের হয়ে গেছে, সবুজের পায়ের হাড় কেটে গেছে, জুয়েলসহ তিনিও আহত। তারা কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর আহত আরিফুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার ভাষ্য, কয়েকমাস আগে প্রতিপক্ষের সাথে তাদের মারামারি হয়েছিল। সেই পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাদের কুপিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, একজনের নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে। যতদ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত পাপ্পু পৌরসভার এলংগী এলাকার মতি’র ছেলে ও ছাত্রলীগের নেতা। এবিষয়ে জানতে তার ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া গেছে। কথা বলতে রাজী হননি তার বাবাও। অন্যান্যদের নাম্বারও বন্ধ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের ভাষ্য, কুমারখালী পৌরসভা এলাকায় কিশোররা চরম বেপরোয়া হয়ে উঠেছে। এরা শহরের চিহ্নিত ক্ষমতাধর নেতাদের ছত্রছায়ায় চলাফেরা করে। তাদের নিয়ে চরম আতঙ্কিত শহরের সাধারণ মানুষ। কিন্তু তাদের পোষ্যপিতাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা আরো জানান, বেপরোয়া অধিকাংশ কিশোররা পরিবারের সদস্য ও অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এজন্য এদের অপরাধের দায়ে মদদ দাতাদেরকেও আইনের আওতায় আনা উচিত। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম জানান, তারা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
Leave a Reply