মিরপুর প্রতিনিধি ॥ রবিবার বিকেল চারটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক বাবলুর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ০২(মিরপুর -ভেড়ামারা) আসনের নব-নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে চিথলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা জানিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় চিথলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ। কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা ২ আসনের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার গল্পের নায়ক নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন। এই আসনটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসান উল হক ইনু এম পি বিরুদ্ধে আওয়ামী লীগের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দুইবার উপজেলা নির্বাচিত চেয়ারম্যান কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনবারের নির্বাচিত এমপি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এ সময় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন আমি বেশি বক্তৃতা দিতে আসিনি আমি কাজে বিশ্বাসী আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই। ইতিমধ্যেই আমি কাজ শুরু করে দিয়েছি এ সময় তিনি একটি উদাহরণ টেনে বলেন তবে একটি তিন তলা বাড়ি করতে হলে প্রথম একতলা তারপর দোতলা সর্বশেষে তিনতলার কাজ করতে হয় আপনারা একতলা বানিয়েছেন যেটি আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান দোতলা টা হচ্ছে উপজেলা চেয়ারম্যান আর তিনতলা হচ্ছে এমপি আপনারা এমপি পেয়েছেন অর্থাৎ একতলা আর তিনতলা পেয়েছেন তবে একতলা থেকে তিনতলায় উঠতে হলে দোতলার প্রয়োজন হবে তা না হলে আমরা তিন তালা করতে পারবো না সেজন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা তিনতলা উপজেলা চেয়ারম্যান তৈরি করবেন এবারে উপজেলা নির্বাচনে মাহাবুবুল আলম হানিফ ভাই যাকে প্রার্থী মনোনীত করবে আপনারা তাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবেন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়াদ্দার,মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন মালিথা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন, চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মিরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পিস্তল, চিথলিয়া সাগর খালি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জুবায়ের রিগান,
Leave a Reply