মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা কলেজপাড়া নিবাসী (গ্রামের বাড়ি মিরপুর থানার সুতাইল) জাতীয় ভলিবল টিমের খ্যাতনামা খেলোয়াড় ও বর্তমানে হামীম গ্রুপের ফিনিশিং সুপারভাইজার,কামরুজ্জামান কিরণ (৪৮) গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে আশুলিয়া, সাভার ঢাকায় মৃত্যবরণ করেছে (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ সকাল দশটার সময় সুতাইল গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, জানাজা শেষে সুতাইলে দাফন করা হয়। মুত্যুকালে তিনি স্ত্রী
সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার জানাজার নামাজে কালিদাস পুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক মিকা সহ বিশিষ্ট সাংবাদিক, খেলোয়াড় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত মুসুল্লিগণ, দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
Leave a Reply