মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ জেলার দামুড়হুদায় মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আট প্যাকেট (৭ কেজি ৩ গ্রাম) ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই গহনা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন,দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে একটি মাদকের বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিত্বে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করে।এসময় মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে মোটরসাইকেলের সিট খুলে তার ভিতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কসটেপ দিয়ে মোড়ানো আটটি প্যাকেট উদ্ধার করে। তখন একটি প্যাকেট খুললে রূপার গহনা মেলে। পরে বাকি প্যাকেটগুলো খুলে মোট (৭ কেজি ৩গ্রাম) ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আট লাখ ৪০ হাজার টাকার মতো। উক্ত গহনা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply