খোকসা প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা কুষ্টিয়ার কুমারখালী ৪ আসনে পান্টি ইউনিয়নের পীতম্বরবশী গ্রামবাসীর সনাতন ধর্মীয় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। নির্বাচনী পরবর্তী কিছু কুচক্রী মহল রাতের বেলায় ওই গ্রামের কয়েকটি পরিবারের উপর হামলা চালায়। সোমবার দুপুরে পরিদর্শনে গিয়েছিলেন খোকসা কুমারখালীর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ । তখন তিনি বলেন আমার প্রাণপ্রিয় হিন্দু ভাইয়ের কয়েকটি বাড়িতে ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার পায়তারা করছে এক শ্রেণির নোংরা মানুষ। আমি প্রশাসন কে পরিস্কার বলে দিয়েছি হামলাকারী যে দলের বা যার সমর্থকই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। আমি অতীতে ও হিন্দু ভাই বোনদের পাশে ছিলাম,আছি এবং ভবিষৎতে ও থাকবো । এখন পীতম্বরবশী গ্রামে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাকে জানাতে হবে । সবাই মিলে মিশে বসবাস করার জন্য তিনি বলেন । তাঁদের প্রয়োজনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। সবার প্রতি অনুরোধ করে বলেন কোনো ধর্ম বা গোষ্ঠী নিয়ে নোংরা রাজনীতি করবেন না। এ সময় কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকীব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
Leave a Reply