খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী (৭৮,কুষ্টিয়া -৪) কুমারখালী -খোকসা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে অত্র অঞ্চলের উন্নয়নমূলক কাজ বিষয়ক মতামত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোকসা ওসমানপুর মানুষের স্বপ্ন পূরণে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ।আজ দুপুরে এক উন্নয়নমূলক সভায় তিনি বলেন আগামী মাসের ফেব্রুয়ারি ৭ তারিখেই খোকসা ও ওসমানপুর মানুষের স্বপ্ন গড়াই নদীর উপর ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়াও খোকসা ও কুমারখালী মানুষের উন্নয়নমূলক রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ,স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তালিকা তৈরি করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে খোকসা কুমারখালী সংসদীয় আসনের উন্নয়ন অব্যাহত থাকবে। খোকসা ওসমানপুরগড়াই নদীর উপর ব্রিজ উদ্বোধনে থাকবেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শনিবার দুপুরের দিকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৭৮ কুষ্টিয়া চার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ও সাবেক প্রশাসন সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আব্দুর রহিম খান, কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্তসহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গোপোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস, ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম নয়ন সহ প্রমুখ।
Leave a Reply