ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে ভেড়ামারা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ভেড়ামারা পৌরসভার কাউন্সিলরবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সহ কৃতজ্ঞতা জানিয়েছেন। ভেড়ামারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ মৃধা , ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলায়মান মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ খসরুজ্জামান ফারুক, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান টমা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সবুজ আজ রোববার সন্ধ্যার পরে ভেড়ামারা প্রেসক্লাবে আসেন। সেখানে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সম্মানিত কাউন্সিলরদেরকে স্বাগত জানান। প্রেসক্লাব কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় মিলিত হন তারা। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্মসাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম ও ওমর ফারুক, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, সহপ্রচার সম্পাদক মনজুর রাসেল ডলার, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল কবির নবীন, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, নির্বাহী সদস্য শিপন আলী, শাকিল হোসেন, নাসিম উদ্দিন, এসএম ফয়সাল, তূর্য হোসেন প্রমুখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply