আলমডাঙ্গা ব্যুারো ॥ আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের শাখা কার্যালয়ে শীত বস্ত্র বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী,উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক,আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার,সাধারন সম্পাদক কবি,সাহিত্যিক নাট্যকার হামিদুল ইসলাম,গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার,লিটন চানাচুর ফ্যাক্টরির মালিক হাজী লিটন মিয়া,কবি আব্দুল খালেক,কবি জোয়াদ আলী মন্ডল,বিশারত মন্ডল,বিশিষ্ট ব্যাবসায়ি আবুল কালাম আজাদ,সানবীম ক্যাডেট একাডেমীর শিক্ষক বাবু,আমজাদ হোসেন প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আহমেদ পাঠাগারে এসে পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়।পরে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।মোট ৬০ জনকে শীত বস্ত্র তুলে দেন প্রধান অতিথি স্নিগ্ধা দাস।এ সময় প্রধান অতিথি বলেন চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ম তাপ মাত্রা চলছে।গরীব দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে।আমরা প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব দিয়ে যাচ্ছি।সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে প্রচন্ড শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।কবি গোলাম রহমান প্রতিবছর এই প্রতিষ্টানের মাধ্যমে শীতবস্ত্র বিতরন করেন বলে জানতে পারলাম,তাই তার শীত বস্ত্রের সাথে সরকারি ত্রানের কম্বল বিতরন করা হল।এখানে লিটন চানাচুর ফ্যাক্টরির মালিক বেশ কিছু শীত বস্ত্র বিতরন করেছেন।উনার মত আরো কিছু দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান নির্বাহী অফিসার।
Leave a Reply