এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ হত্যা, চাঁদাবাজী,চুরি, গুমসহ একাধিক মামলার আদালতের পরোয়ারা ভ’ক্ত আসামী ভেদামারীর আব্দুল্লাহ ওরফে পাতলা(৪০)কে পুলিশ আটক করেছে। থানা সূত্রে জানান গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার জেলার মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লার নির্দেশ্যে থানা এস আই মুরাদ, এস আই এমদাদ ও সঙ্গীয় ফোর্স শুক্রবারআনুমানিক রাত ৮ টার সময় আমবাড়িয়া ইউনিয়নের হালসা বাজার থেকে আটক করেন। আটকৃত পাতলার বাড়ি উপজেলার আমবাড়ীয়ার ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত্যু সিরাজুল ইসলামের পুত্র আব্দুল্লাহ ওরফে পাতলা। অপর দিকে আদালতের পরোয়ানাভুক্ত জি আর-১০৬/১১ মামলার পলাতক আসামী কুঠিয়াডাঙ্গার আঃ ছাত্তারের পুত্র রাসেল (৩৫) কে আটক করেন। পুলিশ উভয়কে জেলা কারাগারে প্রেরন করেন।
Leave a Reply