খোকসা প্রতিনিধি ॥ কষ্টিয়ার খোকসা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী পরবর্তী সহিংসতায় পাঁচজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ আরনূর জায়েদ বিপ্লব। খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সকিব খান টিপু সহ তার সমর্থকদের বিরুদ্ধে খোকসা থানায় ০১টি মামলা রুজু হয়েছে। উক্ত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ রুহুল ইসলাম (২৫), পিতা-মোঃ ইউনুছ আলী , গ্রাম- উথলী, ২।.মোঃ আইয়ুব আলী (৫৮), পিতা-মৃত আকবর আলী সরদার, ৩।মোঃ হাবিল হোসেন(৩০), পিতা- বানাত আলী সরদার, উভয় সাং-পূর্ব গোপালপুর, সর্ব থানা- খোকসা, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে এবং খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর আরিফুল ইসলাম নয়ন সহ তার সমর্থকদের বিরুদ্ধে খোকসা থানায় ০১টি মামলা রুজু হয়েছে। উক্ত মামলার এজাহারনামীয় আসামী ১।মোঃ চতুর প্রামানিক(৫৫), পিতা-মোঃ বেগু প্রামানিক, ২। মোঃ সবুজ(৩০), পিতা-মোঃ চতুর আলী , উভয় গ্রাম- পূর্ব গোপালপুর, উভয় থানা- খোকসা, জেলা-কুষ্টিয়াদ্বয় কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।অপরদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ধোকড়াকোল কলেজের সহকারী শিক্ষক(গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান) এস এম জাহাঙ্গীর আলীকে কান ধরে উঠবস করাসহ মারপিট এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদান করায় খোকসা থানায় ০১টি নিয়মিত মামলা রুজু হয়। বুধবার (১০ জানুয়ারি, ২০২৪ খ্রি.) খোকসা থানা পুলিশ কর্তৃক উক্ত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ রবিউল বিশ্বাস(৫৫), পিতা-মৃত কাজেম আলী বিশ্বাস, সাং-ধোকড়াকোল, থানা- খোকসা, জেলা –কুষ্টিয়াকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply