মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ খোকসা- কুমারখালী চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় খোকসা উপজেলায় বিভিন্ন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি খোকসা কুমারখালী আসনে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। আব্দুর রউফ বলেন আমি খোকসা কুমারখালী সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি। তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।এটা খোকসা কুমারখালী সাধারণ জনগণের বিজয় । নিষ্পেষিত, নিপীড়িত জনগণের নেতাকর্মীরা আমার ট্র্যাক মার্কা প্রতীকে ভোট দিয়ে প্রমান করলো। আজকের অর্জন সবই আমার সাধারণ জনগণের। আমি তাদের কাছে ঋণী। তাই খোকসা কুমারখালী মানুষের জন্য আমি সেবা করে যাব। বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতায় খোকসা কুমারখালীতে আবারও ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply