অ্যানফিল্ডে কিছুটা হতাশা নেমে এসেছিল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ১৭ ও ২৩ ডিসেম্বর টানা দুটি ম্যাচ যে ড্র করেছিল লিভারপুল। সেই ধাক্কা কাটিয়ে ২০২৩ সালটা লিভারপুল শেষ করেছে জয় দিয়ে। বক্সিং ডেতে বার্নলির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। নতুন বছরের শুরুটাও দুর্দান্ত হয়েছে অ্যানফিল্ডের দলটির, ২০২৪ সালের প্রথম দিনে নিজেদের মাঠে নিউক্যাসলকে তারা হারিয়েছে ৪-২ গোলে।
টানা ২ জয়ের পর ২০ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট সমান ম্যাচে ৪২। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২০ ম্যাচে ৪০।








Leave a Reply