চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২৪ কোটি ৬১ লাখ ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়। এই রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে ২৫ কোটি ৮ লাখ ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছিল।
ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে চামড়াবিহীন জুতা রপ্তানির সিংহভাগই যায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। উচ্চ মূল্যস্ফীতির কারণে ইউরোপের মানুষ খুব প্রয়োজন নয়, এমন জিনিসপত্র কেনাকাটা কমিয়ে দিয়েছে। তাতে বিক্রয়কেন্দ্রগুলোতে পণ্যের মজুত জমেছে। সে জন্য ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে ইইউর ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলোও।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চামড়াবিহীন জুতা রপ্তানি গত পাঁচ বছরে পৌনে দুই গুণ বেড়েছে। করোনার আগে ২০১৮-১৯ অর্থবছরে এ ধরনের জুতা রপ্তানি ছিল ২৭ কোটি ডলার। করোনার বছরও রপ্তানি সামান্য বেড়েছিল। ২০২০-২১ অর্থবছরে এই পণ্যের রপ্তানি বেড়ে হয় ৩৪ কোটি ডলার। পরের বছর চামড়াবিহীন জুতার রপ্তানি ১০ কোটি ডলার বাড়ে। আর গত অর্থবছর তা বেড়ে ৪৭ কোটি ৮৯ লাখ ডলারে দাঁড়ায়।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়াবিহীন জুতার পাশাপাশি চামড়ার জুতা রপ্তানিও কমেছে। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ২৫ কোটি ৭৯ লাখ ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩৮ কোটি ৩৩ লাখ ডলারের চামড়ার জুতা। তার মানে চলতি অর্থবছরের প্রথমার্ধে চামড়ার জুতা রপ্তানি কমেছে ৩২ দশমিক ৭২ শতাংশ।








Leave a Reply