1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:00 pm

দৌলতপুরে ১২৯ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ

  • প্রকাশিত সময় Saturday, January 6, 2024
  • 444 বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপপূর্ণভাবে সম্পন্ন করতে দৌলতপুরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ আজ রোববার ভোটের দিন সকাল ৮টার আগে। দৌলতপুরে মোট ১২৯টি ভোট কেন্দ্রে ১২৯জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮৬৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৭৩৮জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮০ হাজার ২৮৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২২৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ০৬৪ জন।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী মনোনিত নৌকার প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ, দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, জাসদ সমর্থিত মশাল প্রতীকের প্রার্থী শরিফুল কবীর স্বপন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ওয়াকার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকের কমরেড মজিবর রহমান, সোনালী আঁশ প্রতীকের তৃণমুল বিএনপির প্রার্থী আনিছুর রহমান, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সাজেদুল ইসলাম ও ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সেলিম রেজা।

তবে এ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মুলত ৩জন প্রার্থী। এরা হলেন  দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। এ আসনে নৌকাকে জিতলে হলে অবশ্যই আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ঈগল প্রতীককে টপকিয়ে জিততে হবে এমন মন্তব্য করতে দেখা গেছে সাধারণ ভোটারদের।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৩প্লাটুন বিজিবি, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও। বিজিবি নির্বাচনী টহল শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640