কাগজ প্রতিবেদক ॥ সীমান্তবর্তি জেলা কুষ্টিয়ার চারটি নির্বাচনী আসনে শেষ মুহুর্তে জমে উঠেছে ভোট উৎসব। সভা, সমাবেশ আর দিনব্যাপী গণসংযোগ করেই প্রার্থীরা সময় অতিবাহিত করছেন। তবে আওয়ামীলীগ, জোট আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই এখানে মুল প্রতিযোগীতা। চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সাধারণ ভোটররা বলছেন, দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে আনা, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মুলে যিনি কাজ করবেন এবার তাকেই ভোট দেবেন। চান অংশগ্রহনমুলক নির্বাচন। কুষ্টিয়া-২-মিরপুর-ভেড়ামারা আসনে এভিয়েট প্রার্থী মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ আসনে মহাজোট প্রার্থী হয়েছেন। তার মুল প্রতিদ্বন্দী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। ইনু বলছেন, জোটের ছিটে-ফোটা দু একজন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী নিয়েছেন। তিনি আইনবিরোধী বক্তব্য দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বলছেন, তার সাথে উপজেলার ৯৫ ভাগ নেতা কর্মি নেতা আছেন। অতএব তার বিজয়ী নিশ্চিত। উল্লেখ্য, কুষ্টিয়ার চারটি আসনে এবার আওয়ামীলীগ, মহাজোট, স্বতন্ত্র থেকে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এখানে ৫৭৮টি কেন্দ্রে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন ভোটার রয়েছেন।
Leave a Reply