এনএনবি : ২০২৩ সাল শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকায়।
ব্যাংকটি ২০২৩ সালের আয়-ব্যায়ের যে হিসাব তৈরি করেছে, সেখানেই উঠে এসেছে লোকসানের এই চিত্র।
কৃষিভিত্তিক ঋণের জন্য এ ব্যাংক গঠিত হলেও ব্যবসায় বৈচিত্র্য আনতে আর্থিক প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছে। সেখানে মুনাফা করতে পারলেও সাবির্কভাবে লোকসানের পরিমাণ বছর বছর বাড়ছে।
৫৬১ কোটি টাকার লোকসান নিয়ে ২০২৩ সাল শুরু করেছিল কৃষি ব্যাংক। জুন শেষে তা দ্বিগুণের বেশি বেড়ে হয়েছিল এক হাজার ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা। ঋণ থেকে আয় এবং পুরনো ঋণ আদায় করতে পারায় বছর শেষে লোকসানের পরিমাণ কমে হয়েছে ৭৪৯ কোটি ৫৯ লাখ টাকা।
তাতে সার্বিকভাবে এক বছরে ব্যাংকটির নিট লোকসান দাঁড়াচ্ছে ১৮৭ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩৩ দশমিক ৪৬ শতাংশ বেশি। ২০২২ সাল শেষে কৃষি ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল ৫৬১ কোটি ৬৪ লাখ টাকা।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান গণমাধ্যমকে বলেন, “আমাদের লোকসান ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৩ সালের জুন মাসে বেড়েছিল অনেক। ঋণ আদায় করতে পারায় ২০২৩ সাল শেষে তা নামিয়ে আনতে পেরেছি। ঋণ আদায়ে বেশি হওয়ায় লোকসানি শাখার সংখ্যা এক বছরে কমেছে ৯৮টি।’’
২০২৪ সালে কৃষি ঋণ বিতরণের পাশাপাশি এসএমই খাতের ঋণ বিতরণ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “নতুন বছরেও আমরা ঋণ আদায়ে জোর দেব। পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও মানসম্পন্ন ঋণ বিতরণে সচেষ্ট থাকব।’’
কৃষি ব্যাংকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর শেষে কৃষি খাতে ঋণ স্থিতি ছিল ১৯ হাজার ৪১৯ কোটি ৬৯ লাখ টাকা, যা ওই সময়ে মোট ঋণের ৮১ দশমিক ১৪ শতাংশ।
২০২২ সালের জুন শেষে ব্যাংকটিতে মোট বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ২৩ হাজার ৯৩২ কোটি টাকা।
প্রচলিত বাণিজ্যিক ব্যাংকে এক বছরে বিতরণ করা ঋণের মাত্র আড়াই শতাংশ হচ্ছে কৃষি ঋণ।
কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানীয়া মনে করেন, বছর শেষে এ ব্যাংকের লোকসান ও মূলধন ঘাটতি বাড়ার অন্যতম কারণ পরিচালন খরচ ও তহবিল ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি পাওয়া। তিনি বলেন, বাজার থেকে প্রতিযোগিতার সুদহারে আমানত সংগ্রহ করে বাণিজ্যিক ঋণের চেয়ে কম সুদে ঋণ দিতে হয় কৃষি ব্যাংককে। এতে অনেক সময় তহবিল ব্যবস্থাপনা ব্যয় ঋণাত্মক হয়ে লোকসান বাড়ে। অর্থাৎ, আমানতের বিপরীতে দেওয়া সুদ ও পরিচালন ব্যয় মিলিয়ে মোট খরচ কৃষক পর্যায় থেকে পাওয়া সুদের চেয়ে বেশি হয়। খরচ বেশি হওয়ায় ব্যাংক লোকসানেই থাকে বছর শেষে।”
উল্লেখ্য, কৃষি প্রধান দেশে প্রকৃতির উপর প্রায় পুরোটা নির্ভরশীল এবং ঝুঁকিপূর্ণ এ খাতে অর্থায়নের উদ্দেশ্যে ১৯৭৩ সালের ৩১ মার্চ শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। সে সময় এটাই ছিল দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক।
রাজশাহী ও রংপুর বিভাগ বাদে সারা দেশের কৃষিভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটির। ঢাকার মতিঝিলে প্রধান কার্যালয়ের বাইরে ৫০ জেলার প্রত্যন্ত অঞ্চলে এক হাজার ৩৮টি শাখা রয়েছে এ ব্যাংকের।
পরে কৃষি ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তরিত করা হলেও কৃষি ঋণে অগ্রাধিকার দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয় গঠনতন্ত্রে।
Leave a Reply