খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাব মোড়ের সামনে ট্রাক ও গরুর গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী ঝাউতলা মহির শেখের ছেলে সুমন (৪৮) ও রাজশাহী চারঘাটা বাঁকড়া গ্রামের একরাম হোসেন এর ছেলে জহুরুল (৩৫)। স্থানীয় এলাকাবাসী দুজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরবর্তীতে রোগীর অবস্থা খারাপ হাওয়াই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, অবৈধভাবে গাড়িগুলো চালানোর জন্য এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
Leave a Reply