মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ছেলুন এমপির গণসংযোগ ও পথসভা।আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিন,জয় আপনাদের সুনিশ্চিত। গতকাল সকাল ১০ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নির্বাচনি পথসভায় বলেন, আজকের এই পথসভা প্রমান করে মানুষ উন্নয়নের প্রতিক নৌকা প্রতিকে ভোট দিতে চায়। গণ সংযোগ কালে তিনি বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন,আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার,আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের ও মানুষের উন্নয়ন হয়।বর্তমান সরকার ক্ষমতায় এসে গৃহহীন দের গৃহ নির্মান করে দিয়েছে।যাদের জমি নেই তাদেরও জমি সহ গৃহ নির্মাণ করে দিয়েছে।বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি সহ ৫৩ প্রকারের ভাতা দেওয়া হচ্ছে।গরীব মানুষদের জন্য স্বল্প মুল্যে চাল, ডাল, তেল,পিয়াজ দিচ্ছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানে বিল্ডিং করে দিয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সন্ত্রাস নির্মুল করার পর মানুষ গভীর রাতেও গ্রামে গ্রামে ঘুমাতে পারছে। আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুক্তিযিদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি,মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ব।বিগত সরকার আমলে সন্ত্রাসীদের লালন করা হয়েছিল। কিন্ত বর্তমান সরকার সন্ত্রাস নির্মুল করে যুগান্তকারি পদক্ষেপ নিয়ে মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে সাধারন মানুষকে মুক্তি দিয়েছে।আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখেন। না হলে দেশ আবারও পিছিয়ে যাবে। তিনি আরো বলেন,আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।গতকাল সকাল ১০ টার সময় হাউসপুর, বক্সিপুর,ছত্রপাড়া, বিনোদপুর,বাদেমাজু গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খবির উদ্দিন,ইউপি চেয়ারম্যান ও সম্পাদক তরিকুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান,সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। এর আগে ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন মহল্লায় মহল্লায় নৌকার সমর্থনে মিছিল সহকারে প্রদক্ষিন ও নৌকায় ভোট চাওয়া হয়েছে।
Leave a Reply