দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ঈগলের প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূবৃর্ত্তরা। গতকাল বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় ঘাটপাড়া এলাকার নির্বাচনী অফিসে এ আগুন দেওয়া হয়। এ সময় ঈগল প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। এতে ঈগল অফিসের তেমন ক্ষতি হয়নি বলে অফিসের লোকজন জানিয়েছেন।
জানাগেছে, চরদিয়াড় ঘাটপাড়া এলাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটলের নির্বাচনী অফিস করা হয়। এতে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা ঈর্শ¦ানিত হয়ে ঈগল প্রতীকের অফিসে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ করা হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দূবৃর্ত্তদের গ্রেফতারে অভিযান চালিয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
Leave a Reply