মিরপুর প্রতিনিধি ॥া ১৪ দলীয় জোটের রুপকার কুষ্টিয়া-২ আসনের মাননীয সংসদ সদস্য-হাসানুল হক ইনুর এমপির নৌকা প্রতিকের লিফলেট বিররণ করেন ব্যবসায়ীর কাছে । ২৪ ডিসেম্বও ২০২৩ দুপুরে মিরপুর বাজারের প্রতিটি দোকানদারের সাথে কর মোদন এবং লিফলেট বিতরন করেন কুষ্টিয়া-২ মিরপুর-ভোড়ামারা আসনের ১৪ দলীয় জোটের প্রার্থী একাধিক বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী, জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধের উন্নতম সংগঠক জননেতা হাসানুল হক ইনু এমপি’র এ লিফলেট বিতরন করেন পোর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এনামূল হক মালিথা, জাসদ কেন্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আর মতিন লোটাস, পৌর যুবলীগের আহবায়ক হাসানুর খান তাপস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ আওয়ামীলীগসহ উভয় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply