স্পোর্টস ডেস্ক ।। আইপিএল নিলামে এবারও দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নেয় আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাই সুপার কিংস। এবার বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজই আইপিএলে দল পেয়েছেন।
নিলামের দিনই দলটিতে যোগ দেয়া বিভিন্ন ক্রিকেটার নিজেদের অনুভূতির কথা জানিয়েছিলেন। বাকি ছিলেন কেবল মুস্তাফিজ। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের অফিশিয়াল পেজে মুস্তাফিজের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দলটির ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় এই পেসারকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে মুস্তাফিজকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।’
২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। ওই মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নেন তিনি। আইপিএলে হায়দরাবাদকে ওই মৌসুমে শিরোপা জেতাতে রাখেন বড় ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও হন তিনি।
এদিকে চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে আইপিএলে মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী এই পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।
Leave a Reply