1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 12:56 am

কুষ্টিয়া শাহীন ক্যাডেট স্কুলের সুন্দর হাতের লেখা ও বার্ষিক মুল্যায়ন প্রতিযোগীতা অনুষ্টিত

  • প্রকাশিত সময় Wednesday, December 20, 2023
  • 141 বার পড়া হয়েছে

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পুর্ব শর্ত হচ্ছে সুন্দর হাতের লেখাঃ আল মামুন তালুকদার

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শাহীন ক্যাডেট স্কুলের উদ্যোগে সুন্দর হাতের লেখা ও বার্ষিক মুল্যায়ন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকালে কুষ্টিয়া টাউন হলে আয়োজিত এ প্রতিযোগীতায় ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শাহীন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখার পরিচালক মোঃ উজ্জল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার বলেন, ভালো লেখা পড়ার বিকল্প নেই। কোচিং ভিত্তিক লেখাপড়া পরিহার করে বিদ্যালয় মুখী হওয়া উচিত শিক্ষার্থীদের। শুধু ভালো নম্বরের পিছনে না দৌড়িয়ে আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করুন। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পুর্ব শর্ত হচ্ছে সুন্দর হাতের লেখা। তিনি এ জন্য সকল অভিভাবকদের উদ্দাত্ত আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, ভালো লেখাপড়ার পাশাপাশি। শিশুদের পারিবারিক শিক্ষারও যথেষ্ট প্রয়োজন রয়েছে। আজকে পারিবারিক শিক্ষার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিষ্ঠাচার, আদব, কায়দার যথেষ্ট অভাব দেখা যায়। এ জন্য ছেলে-মেয়েদের ভালো ছাত্র-ছাত্রী হিসেবে গড়ার পাশাপাশি তাকে পারিবারিক, সৃজনশীল শিক্ষাও দিতে হবে। তবেই সমাজ থেকে ব্যভিচার, অনাচার, দুর্নীতি, দেশপ্রেমের অভাব কেটে সুন্দর জাতি গঠনে সহয়াক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640