স্পোর্টস ডেস্ক ।। প্রথমবার ভারতের বাইরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৬তম আসরের নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটারকে ড্রাফটে রাখা হয়েছিল। এর মধ্যে ৭৭ জন ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ ছিল।
মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৭২ জন ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যে ৩০ জন বিদেশি কোঠার ক্রিকেটার। বাকি ৪২ জন ভারতের স্থানীয় ক্রিকেটার। নিলামে বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ার দুই পেসার মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, ড্যারেল মিশেল, আলজারি জোসেপরা।
স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে। কামিন্সকে হায়দরাবাদ কিনেছে ২০ কোটি ৫০ লাখ রুপিতে। চেন্নাই সুপার কিংস ড্যারেল মিশেলকে কিনেছে ১৪ কোটিতে। হার্শাল প্যাটেলকে পাঞ্জাব নিয়েছে ১১ কোটি ৭৫ লাখে। ব্যাঙ্গালুরু আলজারি জোসেপের জন্য ১১ কোটি ৫০ লাখ রুপি খরচ করেছে।
সব মিলিয়ে ৭২ জন ক্রিকেটার কিনতে আইপিএলের দলগুলো খরচ করেছে ২৩০ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে চেন্নাই সুপার কিংস ৩০ কোটি রুপির মতো খরচ করেছে। দিল্লি ক্যাপিটালস খরচ করেছে ২২ কোটি রুপির মতো। গুজরাট টাইটান্স ৩১ কোটি ও কলকাতা খরচ করেছে ৩০ কোটি রুপির কাছাকাছি।
লখনৌ সুপার জায়ান্ট বেশ কম খরচ করেছে। খেলোয়াড় ধরে রাখায় নিলামে বেশি ক্রিকেটার কিনতে হয়নি তাদের। শিভাম মাভিকে তারা ৬ কোটি ৪০ লাখ দিয়ে কিনেছে। সব মিলিয়ে ১২ কোটি ২০ লাখে দল গোছানো শেষ তাদের। মুম্বাই ইন্ডিয়ান্স খরচ করেছে ১৬ কোটি রুপির মতো। পাঞ্জাব কিংস ব্যয় করেছে ২৫ কোটি রুপি। রাজস্থান রয়্যালস খরচ করেছে ১৪ কোটি ৩০ লাখ রুপি, ব্যাঙ্গালুরু ২০ কোটি ২০ লাখ ও সানরাইজার্স হায়দরাবাদ ৩০ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছে।
আইপিএল নিলামে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন হার্শেল প্যাটেল। তরুণদের মধ্যে বাজিমাত করেছেন ২৩ বছরের সামির রিজভি। তাকে চেন্নাই ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে। শাহরুখ খানকে গুজরাট কিনেছে ৭ কোটি ৪০ লাখে, দিল্লি ১৯ বছরের উইকেটরক্ষক কুমার কুশাগ্রাকে ৭ কোটি ২০ লাখে, লখনৌ শিভাম মাভিকে নিয়েছে ৬ কোটি ৪০ লাখে, শুভাম দুবেকে রাজস্থান ৫ কোটি ৮০ লাখে, ইয়াশ দয়ালকে ব্যাঙ্গালুরু ৫ কোটি রুপিতে দলে নিয়েছে।
Leave a Reply