মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা অফিস ॥ ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড় আটটায়, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহিদ মুক্তিযোদ্ধাদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। আলমডাঙ্গা উপজেলার প্রশাসন, পুলিশ প্রশাসন, আলমডাঙ্গা পৌরসভা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, স্কুল, মাদ্রাসা ও কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহিদ মুক্তিযোদ্ধাদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একরামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিজওয়ানা নাহিদ, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী মাস্টার, জেলা সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শাহাবুদ্দীন সাবু, জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী ও অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন, সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজান নিতু, ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজ সেবা অফিসার নাজমুল ইসলাম সহ উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাড়ে ৯টায় পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থিদের ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শিত হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট হাইস্কুল, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আল ইকরা ক্যাডেট একাডেমী, এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা ব্যায়ামাগার ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শন করে। এছাড়াও বিজয় র্যালী, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন,জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রীতিভোজ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্তি ঘটে।
Leave a Reply