আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার হারদী বাজার বিশ্বাস ট্রেডার্সের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ হিমেল ও ম্যান অব দ্যা ম্যাচ বকুল। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের হারদী বাজার বনিক সমিতি কর্তৃক আয়োজিত ১৬ দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ১৬ই ডিসেম্বর ফাইনাল খেলা হারদী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে কামালপুর জুনিয়র ফুটবল একাদশ বনাম হারদী তারুণ্যের মোহনপাড়া জুনিয়র ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে, চ্যাম্পিয়ন হয় কামালপুর একাদশ। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, হারদি বাজার বনিক সমিতির সভাপতি জনাব আলী হোসেন সুমন বিশ্বাস। খেলাটি পরিচালনা করেন, হারদি বাজার বনিক সমিতির সেক্রেটারি মোঃ জীবন শেখ।
এর পূর্বে আরো দুটি খেলা অনুষ্ঠিত হয়, সাইকেল রেন্স এবং ৩০০ মিটার দৌড়। সাইকেল রেন্সে, প্রথম পুরস্কার পেয়েছেন আলী হাসান সম্রাট, দ্বিতীয় জিসান আহমেদ, তৃতীয় রাজিব এবং ৩০০ মিটার দৌড়ে প্রথম পুরস্কার পেয়েছেন রনি, দ্বিতীয় সাজিদুল ও তৃতীয় নুর ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আরেফিন আলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেম্বার সানোয়ার হোসেন, বনিক সমিতির সহসভাপতি পিপলু, ক্বারী রহুল আমিন, জামাল মাইক, আবুল কালাম, জাফর উল্লাহ, শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ আরিফ শেখ সাবেক ফুটবলার, মোঃ ছানোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক ফুটবলার, মোঃ সুমন বিশ্বাস বিশিষ্ট ব্যবসায়ী, হাবিল, কাবিল হাসান, তিতাস, রতন সহ প্রমুখ। খেলায় সার্বিক তত্ত্বাবধানে জাহাঙ্গীর আলম। ধারাভাষ্যে ছিলেন, জামাল,আলাল জাফরুল্লাহ। রেফারি ছিলেন সোহাগ, সহকারী রেফারি হিসেবে ছিলেন ঈমন ও উজ্জ্বল হোসেন। উল্লেখ্য গত বেশ কয়েকদিন পূর্বে ১৬ দলের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হয় যা গতকাল শেষ হয়।
Leave a Reply