আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৭ হাজার ৬৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এ কম্বলগুলো বিতরণের জন্য সদর উপজেলায় তিন হাজার ৬৯৫টি, আলমডাঙ্গা উপজেলায় ছয় হাজার ৫৬৫টি, দামুড়হুদা উপজেলায় তিন হাজার ৬৯৫টি ও জীবননগর উপজেলায় তিন হাজার ৬৯৫টি বরাদ্দ বুঝিয়ে দেয়া হয়েছে। এরই মধ্যে আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা প্রশাসন কম্বল গুলো বিতরণের জন্য নিয়ে গেছে বলে জানা যায়।
এদিকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। সূর্য্যরে দেখা মিললেও তেমন উত্তাপ না থাকায় একদিনের ব্যবধানে ২ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৯৮ শতাংশ। তিনি আরো বলেন, ডিসেম্বর মাসের শেষ দিকে এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
Leave a Reply